জয়পুরহাট জেলা পর্যায়ের ৪৮তম গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে জয়পুরহাট জেলা স্টেডিয়ামের মাঠে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার (বালক-বালিকা) দলের মাঝে এসব পুরস্কার বিতরণ করা হয়।
জেলা শিক্ষা অফিসার মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিবে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার ইসতিয়াক আলম, সহকারী জেলা শিক্ষা অফিসার শাহাদুজ্জামান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ১৭, ২০১৯ at ১৯:০০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএম/আজা