‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ শ্লোগানে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরের রায়পুরে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুুতি অনুযায়ী খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে এই চাল বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সোমবার থেকে কার্ডধারি প্রতিটি পরিবারকে ১০ টাকা কেজি মূল্যে ৩০ কেজি করে চাল দেয়া হয়। এই কর্মসূচিতে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিন মাস তারা ৩০ কেজি করে চাল পাবে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে রায়পুরের বিভিন্ন ইউনিয়নে একাধিক ডিলারদের মাধ্যমে এই চাল বিতরণ করা হয়। তবে কোথাও কোথাও ৩০০ টাকায় ৩০ কেজি চাল বিক্রির কথা থাকলেও উল্লেখিত টাকার চেয়ে ২০ টাকা ধরে বেশি নিয়েও পরিমাণে কম চাল দেয়ার অভিযোগ পাওয়ার গেছে। ৩০ কেজি পরিমানের প্রতিটি বস্তায় বোঙা দিয়ে ফুটো করে চাল সরিয়ে ফেলা হচ্ছে বলে জানায় কেউ কেউ।
এ বিষয়টি অস্বিকার করে ডিলারদের বক্তব্য হলো, চাল বিক্রির ক্ষেত্রে পরিবহণ এবং শ্রমিকসহ নানা খাতে খরচ রয়েছে। তাছাড়া ৩০ কেজি পরিমানে বস্তা হলেও গোডাউন থেকে চাল ওজনে কম দেয়া হচ্ছে। অভিযোগ অস্বীকার করে ডিলারা বলেন, আমরা গ্রাহকদের বস্তাসহ চাল দিয়ে দিচ্ছি।
গ্রহিতাদের অভিযোগ ৩০ কেজি বস্তায় ৩০ কেজি চাল নেই। ডিলার প্রতিনিধিরা বলেন, গোডাউন থেকে ৩০ কেজির যে বস্তা পেয়েছি সেটিই আমরা গ্রাহকদের তুলে দিচ্ছি। কোনো বস্তায় একটু বেশি আর কোনো বস্তায় একটু কম রয়েছে। যা গোডাউন থেকেই আসছে।
সেপ্টেম্বর ১৭, ২০১৯ at ১৮:৩৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/একে/কেএ