হত্যা মামলার ৭ আসামী যুবলীগ কর্মী কারাগারে

দর্শনায় নাঈম উদ্দিন পল্টু হত্যা মামলার আসামী ৭ যুবলীগ কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (১৬ সেপ্টেম্বর) আসামীরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বিচারক মো: রবিউল ইসলাম আসামীদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর এই নির্দেশ দেন।

আরও পড়ুন:
স্বর্ণ পাচারের মামলায় যাবজ্জীবন কারাদন্ড
প্রেমিক নাতির লিঙ্গ কাটলেন দাদি

উল্লেখ্য, দলীয় কোন্দলের জেরে ২৩ আগষ্ট দর্শনার পুরাতন বাজার এলাকায় যুবলীগ কর্মী নাঈম উদ্দিন পল্টুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের বড় ভাই মঈনুদ্দিন মন্টু বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ সহ অঞ্জাত কয়েকজনকে আসামী করে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীদের রিমান্ডে নেওয়া হলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।

সেপ্টেম্বর ১৭, ২০১৯ at ১৫:৩৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/কেএ