স্বর্ণ পাচারের মামলায় যাবজ্জীবন কারাদন্ড

চুয়াডাঙ্গায় স্বর্ণ পাচার মামলায় সেলিম মিয়া (২৪) নামে এক চোরাকারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক রবিউল ইসলাম এ রায় দেন।

এসময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত সেলিম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আ: কাদেরের ছেলে।

আরও পড়ুন:
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মধুখালী প্রশাসনের প্রস্তুতি সভা
মধুখালীতে মন্দিরের জায়গা দখলের অভিযোগ

মামলার বিবরণে জানা যায়, গোপন সংবাদে ২০১৮ সালের ৩১ অক্টোবর ভোরে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনা ফিলিং স্টেশনের কাছ থেকে সেলিমকে আটক করে চুয়াডাঙ্গা-৬ বিজিবি সদস্যরা। সেসময় তার কাছ থেকে দু’টি বড় ও আটটি ছোট স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ স্বর্ণের ওজন এক কেজি ৬৪৮ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৬৩ লাখ ৫৭ হাজার ৬শ’ টাকা।

সেপ্টেম্বর  ১৭, ২০১৯ at ১৫:১৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/কেএ