ফরিদপুরের মধুখালীতে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টা উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ রায়, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
আরও বক্তব্য রাখেন ফরিদপুর পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক একেএম আব্দুল্লাহ আল নোমান, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃমতিয়ার রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিরব কুমার বিশ্বাসসহ প্রমুখ।
সভায় বক্তাগন দুর্গা পুজায় সকল ধরনের প্রস্তুতি নিয়ে শান্তিপুর্ন ভাবে শারদীয়া দুর্গা পুর্জা উদযাপনের আহবান জানান।
সেপ্টেম্বর ১৭, ২০১৯ at ১৫:০৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/সাচ/এএএম