প্রেমিক নাতির লিঙ্গ কাটলেন দাদি

আলমডাঙ্গায় প্রেমিক নাতির বিয়ের খবরে বেসামাল হয়ে রাতে ঘরে ডেকে লিঙ্গ কেটে দিল দাদি। ঘটনাটি ঘটেছে আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামে। রাতেই গুরুতর রক্তাক্ত অবস্থায় নাতি মানিককে (২৭) আলমডাঙ্গা শহরের শেফা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কর্তিত লিঙ্গে ৮টি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এলাকাসূত্রে জানা গেছে, উপজেলার পাইকপাড়া গ্রামের সাজ্জাদ আলীর দুই সন্তানের মা স্ত্রী শখের বানুকে (৩০) রেখে গত ১১ মাস আগে বিদেশ গেছে।

এই সুযোগে স্ত্রী শখের বানু প্রতিবেশি নাতি সম্পর্কের যুবক মানিকের (২৭) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

মানিক পাইকপাড়া গ্রামের আলমঙ্গীর আলীর ছেলে। দীর্ঘদিন ধরে নাতি মানিক ও দাদি শখের বানুর শারীরিক সম্পর্ক।

এরই মধ্যে বিপত্তি। অবিবাহিত প্রেমিক নাতি মানিকের বিয়ে পাকাপোক্ত হয়। সে বিয়েতে পূর্ণাঙ্গ সায় ছিল প্রেমিক নাতির।

আরও পড়ুন:
৩৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেঙ্গে পড়লো ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার বিমান

এতে রাগে-ক্ষোভে উন্মত্ত হয়ে পড়ে দাদি। তিনি প্রতিশোধের আগুন বুকে নিয়ে ঘুরছিলেন। হঠাৎ ১৬ সেপ্টেম্বর দিনগত রাতে দাদি প্রেমিক নাতিকে তার ঘরে মোবাইলফোনে ডেকে নেন।

পরে উত্তেজিত অবস্থায় প্রেমিক নাতির লিঙ্গে লুকিয়ে রাখা ব্লেড দিয়ে পোস মারেন। এতে গুরুতর রক্তাক্ত জখম হন প্রেমিক নাতি।

তার অবস্থা বেগতিক হলে নাক-লজ্জ্বার মাথা খেয়ে চিকিৎসার জন্য আলমডাঙ্গার শেফা ক্লিনিকে ভর্তি করা হয়।

ক্লিনিকসূত্রে জানা যায় যে কর্তিত লিঙ্গে মোট আটটি সেলাই দিতে হয়েছে। ঘটনাটি এখন এলাকার ছোট বড় হাটবাজার ও মোড়ের দোকানে মুখরোচক কাহিনির উৎসে পরিণত হয়েছে।

সেপ্টেম্বর  ১৭, ২০১৯ at ১৪:২৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোতার/এএএম