৩৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুয়াডাংগা জেলার জীবননগর থানায় গোপন সংবাদের ভিত্তিতে সকালে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানে এস আই নাহিরুল, এ এস আই হাবিব, এ এস আই মিলন সকাল ৮:৪৫ টার সময় ৩৬ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ তমিজঊদ্দিন (৫৫) পিতা মৃত গনি মন্ডল সাং ছলেমান পুর এবং মোঃ আরিফুল ইসলাম (২৫) পিতা ওহিদুল বিশ্বাস সাং ছলেমান পুর।

আরও পড়ুন:
ভেঙ্গে পড়লো ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার বিমান
রোহিঙ্গাদের এনআইডি, ইসি কর্মচারীর বিরুদ্ধে মামলা

এদের উপজেলা স্থাথ্য কমপ্লেক্স এর ভিতর পানির ট্যাং এর কাছ থেকে দুই ব্যাগে ফেনসিডিলসহ আটক  করা হয়েছে। বিভিন্ন সময় পানির ট্যাং-এর নিচে এসে বহিরা গতরা মাদক সেবন করে থাকে।

পানির ট্যাং-এর নিচে অসংখ্য ফেনসিডিলের বোতল এবং গাঁজা, ইয়াবা খাওয়ার সামগ্রি দেখতে পাওয়া যায়।

গ্রেফতারকৃত দুইজনের  বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

সেপ্টেম্বর  ১৭, ২০১৯ at ১৩:৫৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোতার/এএএম