ভিভোর বাটনবিহীন ৫জি ফোন নেক্স ৩

চাইনিজ জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভোর নেক্স সিরিজটি মূলত তাদের ফ্ল্যাগশিপ সিরিজ। তবে অন্য ফ্ল্যাগশিপ সিরিজের সাথে এর পার্থক্য হলো নেক্স সিরিজে তারা বরাবরই বিভিন্ন নতুন ইনোভেশন ও এক্সপেরিমেন্টাল ফিচার নিয়ে আসে। তাদের এই নেক্স সিরিজের লেটেস্ট ফোন নেক্স ৩ এর ঘোষণা দিলো তারা চীনের বাজারে।

আরও পড়ুন :
প্রিয়জনের পছন্দ অপছন্দের দাম দিতে শিখুন
ফের বিয়ে করছেন শহিদ কাপুর

নতুন এই ফ্ল্যাগশিপটি ডিজাইনের দিক থেকে বরাবরের মতোই অনন্য। এতে আছে কার্ভড বেজেলবিহীন ডিসপ্লে যার নাম দিয়েছে তারা ওয়াটারফল ডিসপ্লে। ডিসপ্লেটি স্যামসাং এর গ্যালাক্সি এস সিরিজের চেয়েও বেশি কার্ভড। আর এই কারণে ফোনটির স্ক্রিন টু বডি রেশিও এসে দাঁড়িয়েছে ৯৯.৬ ভাগে, যা কোন স্মার্টফোনের জন্য সর্বোচ্চ।

তবে মজার ব্যাপার হচ্ছে এতে অনাকাঙ্ক্ষিত টাচ রোধের জন্য রয়েছে এক্সিডেন্টাল টাচ প্রোটেকশন ৪.০ নামের ফিচার। এতে কোন ফিজিক্যাল বাটন থাকছে না। এমনকি পাওয়ার বাটনও না। তার পরিবর্তে টাচ সেন্স নামক একটি প্রযুক্তি রয়েছে যা মূলত একটি লুকানো পাওয়ার বাটন। এটি টাচ এর উপর ভিত্তি করে পাওয়ার বাটনের কাজ করবে।

স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর, কোয়ালকম এক্স৫০ ৫জি মডেম ও সাথে ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা নিয়ে বাজারের অন্যান্য ফ্ল্যাগশিপগুলোর সাথে বেশ ভালোই পাল্লা দিতে সক্ষম এটি। বরং এর ডিজাইন ও লুক নিয়ে এটি এগিয়েই থাকবে।

ভিভো নেক্স ৩ এর স্পেসিফিকেশন
ডিসপ্লেঃ ৬.৮৯ ইঞ্চি, ফুল এইচডি প্লাস, ওয়াটারফল সুপার এমোলেড ডিসপ্লে, ৯৯.৬ ভাগ স্ক্রিন টু বডি রেশিও, এইচডিআর ১০।

চিপসেটঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস

র‍্যামঃ ৮/১২ জিবি

স্টোরেজঃ ২৫৬ জিবি (ইউএফএস ৩.০)

ক্যামেরাঃ ট্রিপল রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ

৬৪ মেগাপিক্সেল স্যামসাং আইসোসেল জিডব্লিউ১ মেইন সেন্সর
১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স (১২০ ডিগ্রী)
১৩ মেগাপিক্সেল টেলিফটো
১৬ মেগাপিক্সেল পপআপ সেলফি ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ

অন্যান্যঃ বাটনবিহীন ডিজাইন, ৫জি সাপোর্ট।

ব্যাটারিঃ ৪৫০০ মিলিএম্প, ৪৪ ওয়াট ফাস্ট চার্জ

ওএসঃ এন্ড্রয়েড ৯.০ পাই ভিত্তিক ফানটাচ ওএস ৯.১

মূল্যঃ ৫৭০০ ইউয়ান (৬৮০০০ টাকা) থেকে শুরু

সেপ্টেম্বর১৭, ২০১৯ at ০৭:০৮:১৮(GMT+06)
দেশদর্পণ/আহা/ আক/ জুবা/ইআ