চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর গ্রামে সোমবার বিকালে বাড়ির ছাদে রডের কাজ করার সময় বৈদ্যুতিক সর্ট সার্কিটে দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহত শ্রমিকরা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শ্রমিকরা হচ্ছে, হাবিবপুর গ্রামের গোলাম রহমানের ছেলে আক্তার হোসেন (৪০) ও একই পাড়ার সলেমান মিয়ার ছেলে ইমরান হোসেন (২৭)।
আহত নির্মাণ শ্রমিক ইমরান বলেন, আমি ও আক্তার ভাই আমরা দুজনে হাবিবপুর পুরাতন ঈদগাহ পাড়ার হজরতের বাড়ির ছাঁদে রডের কাজ করছিলাম। হঠাৎ বাড়ির পাশ দিয়ে বিদ্যুৎ এর মেইন লাইনের তারে রড় ঠেকে গিয়ে এ দুর্ঘটনার সৃষ্টি হয়। পরে আমাদের চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে আমাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
এব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া বলেন, এখনো পর্যন্ত আমাদের কাছে এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। তবে আপনার কাছ থেকে শুনলাম আমি দ্রুত হাসপাতালে ফোর্স পাঠিয়ে বিষটি বিস্তারিত জানার চেষ্টা করছি।
সেপ্টেম্বর ১৬, ২০১৯ at ২২:২৭:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোতার/এএএম