এমপি আব্দুল হাইকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল!

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাইকে হত্যার পরিকল্পনা কারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা আ.লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে উপজেলা আ.লীগ কার্যালয় থেকে নেতা-কর্মীদের উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পায়রা চত্তর এসে শেষ হয়।

পরে উপজেলা আ.লীগের সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের দলীয় মনোনিত প্রার্থী শরিফুন্নেছা মিকির সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:
ইয়াবা ভাগবাটোয়ারা করতে গিয়ে ৫ পুলিশ গ্রেপ্তার
শিশু বলাৎকারকারী ফিরোজের আদালতে আত্মসমর্পণ

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির লতা, উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর মনিরুল ইসলাম, যুগ্ন-আহ্বায়ক আশরাফুজ্জামান খোকন, সাবেক যুবলীগ নেতা ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মীর কাশেম আলী।

আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও যুবলীগ নেতা নাসির উদ্দীন, মুক্তিযোদ্ধা কায়দার আলী, আ.লীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমসহ পৌর ও উপজেলা আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা অবিলম্বে এমপি আব্দুল হাইকে হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানান।

সেপ্টেম্বর ১৬, ২০১৯ at ২১:৩৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসএমআর/এএএম