ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাইকে হত্যার পরিকল্পনা কারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা আ.লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলা আ.লীগ কার্যালয় থেকে নেতা-কর্মীদের উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পায়রা চত্তর এসে শেষ হয়।
পরে উপজেলা আ.লীগের সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের দলীয় মনোনিত প্রার্থী শরিফুন্নেছা মিকির সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির লতা, উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর মনিরুল ইসলাম, যুগ্ন-আহ্বায়ক আশরাফুজ্জামান খোকন, সাবেক যুবলীগ নেতা ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মীর কাশেম আলী।
আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও যুবলীগ নেতা নাসির উদ্দীন, মুক্তিযোদ্ধা কায়দার আলী, আ.লীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমসহ পৌর ও উপজেলা আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা অবিলম্বে এমপি আব্দুল হাইকে হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানান।
সেপ্টেম্বর ১৬, ২০১৯ at ২১:৩৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসএমআর/এএএম