কেশবপুর উপজেলা গৌরীঘোনা ইউনিয়নে ভেরচী ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এস এম জাকির হোসেনের পিতা নূর আলী সরদার (৭০) সোমবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পূত্র, ৩ কন্যা-সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। সোমবার বেলা সাড়ে এগারোটায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
এদিকে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এস এম মাসুদুর রহমান, গৌরীঘোনা ইউনয়ন যুবলীগের আহ্বায়ক অলোক চক্রবর্তী প্রমুখ।
সেপ্টেম্বর ১৬, ২০১৯ at ২০:৫৭:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআরএস/এএএম