অমিতসহ তিন বিএনপি নেতা কারাগারে, মির্জা ফখরুলের নিন্দা

পুলিশের দায়ের করা একটি মামলায় সোমবার বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ দলটির তিন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। অপর দুইজন হচ্ছেন রফিকুল ইসলাম চৌধুরী মুল­ুক ও মশিয়ার রহমান মাসুদ।

২০১৮ সালের ১৮ জুলাই দায়ের করা দায়ের করা এ মামলায় তারা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক ইখতিয়ারুল ইসলাম নামঞ্জুর করেন।

আইনজীবী দেবাশীষ দাস জানান, ২০১৮ সালের ১৪ জুলাই যশোর কোতয়ালি থানার এসআই নূরুন্নবী বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, উলি­খিত তারিখে দুপুর তিনটায় যশোর শহরের আরএন রোডের মার্কেন্টাইল ব্যাংকের সামনে ২০ দলীয় জোটের নেতা কর্মীরা নাশকতার জন্য জড়ো হয়। ওই দিন বিএনপি নেতা অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও মারুফুল ইসলামসহ তিনজনকে পুলিশ আটক ও দলটির ৪২ জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করে। মামলায় বোম উদ্ধার ও নির্দেশদাতা হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতের নাম উলে­খ করা হয়। দেবাশীষ দাস আরও জানান, আদালত জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেছেন মঙ্গলবার।
আরও পড়ুন:
যশোরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৮৪, চিকিৎসাধীন ২৭৬ জন
কাশ্মীরি শিশুদের জন্য সহায়তার দাবি, মালালা ইয়ুসুফজায়ী

অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতাকর্মীদের আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সরকারের দমন নীতি অব্যাহত রয়েছে। গ্রেফতার জুলুমের নীতি গ্রহণ করে আওয়ামী সরকার দেশে বিরোধী দলশূন্য একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে। তিনি অনিন্দ ইসলাম অমিতের মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।”

অপরদিকে বিকেলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদে বিােভ সমাবেশ করেছে। এতে সভাপতিত্ব করেন যুগ্ম আহŸায়ক দেলোয়ার হোসেন খোকন। বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, মিজানুর রহমান খান, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আযম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, ছাত্রদলের সভাপতি রাজিবুর রহমান সাগর প্রমুখ।

সেপ্টেম্বর ১৬, ২০১৯ at ২০:৩০:৫৩ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জেআর/এসজে