ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১২ সেপ্টেম্বর শুরু হওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান অনুর্ধ-১৭ (বালক) জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ হয়েছে।
১৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।টুর্নামেন্টে রাণীশংকৈল পৌরসভা বনাম হোসেনগাঁও ইউনিয়ন ফুটবল টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
টাইব্রেকারে ১-০ গোলে পৌরসভাকে পরাজিত করে গৌরবজনক কাপটি হোসেনগাঁও দল তুলে নেয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদার সভাপতিত্বে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলকে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যানদ্বয়, অধ্যক্ষ তাজুল ইসলাম, খেলা কমিটির সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, ওসি(তদন্ত) খায়রুল আনাম ডন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, যুবলীগ সম্পাদক রমজান আলী, প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়ামোদী দর্শক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন সুগা মুর্মূ, মানিক হোসেন ও জয়নুল আবেদীন এবং ধারাভাষ্যে ছিলেন সাদেকুল ইসলাম, প্রশান্ত বসাক ও তারেক আজিজ। চ্যাম্পিয়ন দলটি জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণ করতে পারবে।
সেপ্টেম্বর ১৬, ২০১৯ at ২০:২৩:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/হুক/এএএম