হাজারো মানুষ স্মরন করলেন তাদের প্রয়াত নেতা টুটুলকে

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউপির সাবেক চেয়ারম্যান ইমামুল হাসান টুটুলের ১০ম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট ব্যবসায়ি ও আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিনের সার্বিক সহযোগিতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক শামীম রেজার একান্ত আবেগ প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা ও সন্মানের বর্হিপ্রকাশ এই স্মরনসভা। এই প্রথম উপজেলার কোন প্রয়াত স্মরনসভায় এতো মানুষ উপস্থিত হলো। এমনটাটাই মন্তব্য করেছে উপজেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতা কর্মীরা।

সোমবার বিকেলে শহরের মুক্তিযোদ্ধা ভাস্কর্য মোড়ে উপজেলা আওয়ামীলীগের ব্যানারে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক ও বিগত উপজেলা নির্বচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম রেজা।
আরও পড়ুন:
সাধারণ জ্বরকে ডেঙ্গু হিসেবে শনাক্ত
ইবিতে ডেঙ্গু বিস্তারের কারণ ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছাত্রনেতা রবিউল ইসলাম রুবেলের স ালনায় স্মরণ সভায় বক্তৃতা করেন উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাসিমা খাতুন,আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন, ইউপি সদস্যে ইউনূস আলী,পাশাপোল ইউনিয়ন শাখা কৃষকলীগের সাধারণ সম্পাদক জয়দেব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর শহরের উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গুলি ও বোমা মেরে সন্ত্রাসীরা ইমামুল হাসান টুটুলকে হত্যা করে। ইমামুল হাসান টুটুল সেসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সভাপতি ও যশোর জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাকের দায়িত্ব পালন করেন।

সেপ্টেম্বর ১৬, ২০১৯ at ২০:০১:১৩ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জেআর/এসজে