যশোরে ওয়ালটনের দিনব্যাপী রোড শো

যশোরে ওয়ালটন মেগা এক্সচেঞ্জ অফার উপলক্ষে রোড শো হয়েছে। আজ সোমবার দিনব্যাপী এই রোড শো অনুষ্ঠিত হয়। সকালে শহরের পালবাড়ি মোড় ওয়ালটন প্লাজার সামনে থেকে রোড শোটি শুরু হয়ে নিউ মার্কেট, মণিহার, আরএন রোড, গাড়ীখানা, দড়াটানা, আরবপুর, ধর্মতলা, চাঁচড়া, শংকরপুর, রেলরোড, রেলস্টেশন, মুজিব সড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রোড শোটির উদ্বোধন করেন ওয়ালটন টেলিভিশন সেলস মনিটরিং ডিভিশনাল শফিকুল আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের প্লাজা সেলস বিভাগের যশোর জোনের এরিয়া ম্যানেজার সাব্বির হোসেন, ক্রেডিট মনিটরিং আমিনুল ইসলাম, গাড়ীখানা প্লাজার ইনচার্জ সহকারী পরিচালক এনায়েত হোসেন, আরএন রোডের ইনচার্জ শফিকুল ইসলাম, নিউ মার্কেট প্লাজার ইনচার্জ উপ-সহকারী পরিচালক দেওয়ান শাহ আলম, পালবাড়ী প্লাজার ইনচার্জ ইমদাদুল হক প্রমুখ। রোড শোটিতে অংশ নেন ওয়ালটন প্লাজার সকল স্টাফ ও ডিলাররা।
আরও পড়ুন:
হাজারো মানুষ স্মরন করলেন তাদের প্রয়াত নেতা টুটুলকে

রোড শোটিতে লিফলেট বিতরণ করা হয়। এসময় জনসাধারণকে জানানো হয় যে, যে কোন সচল, অচল টেলিভিশন পরিবর্তন করে দেশিয় উৎপাদিত ওয়ালটন এলইডি টেলিভিশন বিশেষ ছাড়ে কেনা যাবে।

সেপ্টেম্বর ১৬, ২০১৯ at ১৯:৫০:১৩ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআরএস/এসজে