মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য পিকুল গ্রেফতার

ঝিনাইদহ জেলার সদর থানাধীন আঠারো মাইল বাজার এলাকা হতে মানব পাচারকারী দলের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার করেছে র‍্যাব- ৬।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার সদর থানাধীন আঠারো মাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন আঠারো মাইল বাজারে অভিযান পরিচালনা করে মানব পাচার কারী দলের ০১ (এক) জন সক্রিয় সদস্য মোঃ আক্তার হোসেন@ পিকুল (৪০), পিতা-মৃত জালাল মালিথা, সাং-রাধাকান্তপুর, থানা ও জেলা- ঝিনাইদহ থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আরও পড়ুন:
পুলিশের অভিযানে নারীসহ আটক ২
দাসিয়ারছড়ায় নবনির্মিত প্রাথমিক বিদ্যালয়ের প্রকল্পে ব্যাপক অনিয়ম!

গ্রেফতারকৃত মোঃ আক্তার হোসেন@ পিকুল দীর্ঘদিন যাবৎ পানি পথে মানব পাচার করে আসছে বলে অভিযোগ আছে। সে এলাকার যুবকদের কম খরচে মালেয়েশিয়া, লিবিয়া, ইতালিসহ বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে অনেকের নিকট হতে প্রচুর পরিমাণে অর্থ হাতিয়ে নিয়েছে। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র ঝিনাইদহের সদর উপজেলার হলিধানী, সাধুহাটি এবং কুমড়াবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৯ জন যুবক বিদেশ গিয়ে ৫-৬ বছর ধরে নিখোঁজ রয়েছে জানা যায়। তাদের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট আছে যারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে পানি পথে মানব পাচার করে আসছে। সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সেপ্টেম্বর ১৬, ২০১৯ at ১৯:০১:১৩ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/একে/এসজে