নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে হাত,পা ও মাথাবিহীন অর্ধগলিত অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করেছে লালপুর থানার পুলিশ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের নিচে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়সূত্রে জানাগেছে, দুপুরে বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের নিচে পদ্মা নদীতে হাত-পা-মাথাবিহীন একটি মরদেহ দেখতে পেয়ে লালপুর থানায় খবর দিলে লালপুর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় পুরুষ নাকি মহিলা বোঝা কষ্টসাধ্য।
আরও পড়ুন: হাসি হত্যা মামলার প্রধান আসামি সোহেল গ্রেপ্তার
লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে লাশটি অর্ধগলিত ও হাত-পা-মাথাবিহীন হওয়ায় এখর পর্যন্ত পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নি।’
সেপ্টেম্বর ১৬, ২০১৯ at ১৮:৫০:২১ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এআর/এসজে