যুবককে প্রকাশ্যে ছুরি মারা মঈনুর সঙ্গীসহ গ্রেফতার

যশোরের চৌগাছায় বলুহ দেওয়ানের মেলায় যুবক ছুরিকাহতের ঘটনায় উপজেলার আলোচিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী মঈনুর (৪৫) ও জাফর (৩৩) কে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ। চৌগাছা থানার ওসি রীফাত খান রাজিব বলেন, আটককৃত মটর সাইকেল দিয়েই আমরা দোষিদেরকে সনাক্ত করেছি। মটর সাইকেলটা গ্রেফতারকৃত জাফরের। তার সাথে ছিল এই কুখ্যাত মঈনুর এবং আরো একজন। মঈনুর চৌগাছা পৌরসভার কারিকর পাড়ার মৃত কিনায়েতের ছেলে আর জাফর ছুটিপুর বাসষ্ট্যান্ড এলাকার শওকত আলীর ছেলে। তারা সকলেই এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসায়ি এবং চিহ্নিত সন্ত্রাসী।
আরও পড়ুন:
দাসিয়ারছড়ায় নবনির্মিত প্রাথমিক বিদ্যালয়ের প্রকল্পে ব্যাপক অনিয়ম!
৪ আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক

উল্লেখ্য, রবিবার রাতে মেলা থেকে ফেরার পথে উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাটিকামারি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে উজ্জ্বল সন্ত্রাসীদের হাতে মারাত্মকভাবে ছুরিকাহত হন। সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাহত করে মটর সাইকেলে পালিয়ে যাওয়ার সময় জনরোষের কবলে পড়ে। তখন তারা মটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চায়নার তৈরি ডায়াং মটর সাইকেলটি আটক করে। আহত উজ্জ্বলকে প্রথমে চৌগাছা মডেল স্বাস্থ্য কমপ্লেক্স সেখান থেকে যশোর ২৫০ শয্যা অতপর তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার করেছে ডাক্তার। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। সেই মটর সাইকেল ধরেই ওই রাতেই চৌগাছা থানার ওসি রীফাত খান রাজীবের নেতৃত্বে তাদেরকে গ্রেফতার করে চৌগাছা থানা পুলিশ। তাদের হেফাজতে রেখেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

সেপ্টেম্বর ১৬, ২০১৯ at ১৮:০১:০৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জিআর/এসজে