চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের কয়লাবাড়ী হতে ৩টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শ্যুটারগানসহ মো: মজিবুর রহমান (৩২) নামের অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
এ সময় আরও জব্দ করা হয় ৩টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়।
মজিবুর রহমান উপজেলার কয়লাবাড়ি গ্রামের খলিলুর রহমানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, কলয়াবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মজিবুরকে সন্দেহ হলে তল্লাশি করলে তার কোমর থেকে ৩টি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ৩টি ম্যাগজিন, ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিবুর দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
সেপ্টেম্বর ১৬, ২০১৯ at ১৪:২৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/এএএম