চুল ভালো রাখতে পেঁয়াজের রস

ভাল কোনও রান্না করতে, বা স্যালাডের প্রধান উপকরণই হল পেঁয়াজ। কিন্তু শুধু খাওয়া নয়, পেঁয়াজ কাজে লাগানো যেতে পারে আরও নানাভাবে। পেঁয়াজের আর একটি উপকারিতা আছে চুলে ব্যবহারে। চুল ভাল রাখতে পেঁয়াজের রসের কোনও বিকল্প নেই। পেঁয়াজে রয়েছে উচ্চমাত্রায় সালফার। স্কাল্পে পেঁয়াজের রস লাগালে তা বাড়তি সালফার জোগায় এবং চুল গজাতে সাহায্য করে। এছাড়াও কোষকলার বৃদ্ধিতে সালফার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুন :
যেসব নিয়ম মেনে চললে ডায়াবেটিস হবে না
ল্যাটিন আমেরিকায় সবচেয়ে বেশি মুসলিম আর্জেন্টিনায়

কীভাবে চুলে পেঁয়াজের রস লাগাবেন?

– পেঁয়াজের খোসা ছাড়িয়ে মাঝারি মাপে টুকরা করে নিন।
– টুকরাগুলো ব্লেন্ড করে রস আলাদা করুন।
– একটু তুলো নিয়ে পেঁয়াজের রস স্কাল্পে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে নিন।
– সওয়া কাপ পেঁয়াজের রসের সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করে হালকা কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
– কারি পাতার সঙ্গেও পেঁয়াজের রস ব্যবহার করে লাগাতে পারেন।
– কারি পাতা বেটে পেস্ট তৈরি করে তাতে দুই টেবিল চামচ পেঁয়াজের রস দিন। এই মাস্ক চুলে লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

সেপ্টেম্বর১৬, ২০১৯ at ০৯:৩২:৩৯(GMT+06)
দেশদর্পণ/আহা/ আক/ জুবা/ইআ