টুইটারে অপপ্রচারের শিকার শাওমি

চীনের ফোন নির্মাতা কোম্পানির অভিযোগ ৯০০টি টুইটার অ্যাকাউন্ট থেকে রেডমি কে২০ ফোনটির ব্যাপারে অপপ্রচার চালানো হয়েছে। ১৫ মে থেকে ২১ জুলাই পর্যন্ত এ অপ্রচার চালানো হয়। তবে এর পেছনে কারা রয়েছেন সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি শাওমি। শাওমি জানিয়েছে টুইটার অ্যাকাউন্টগুলো কাদের তা তারা প্রকাশ করতে পারবে না। কারণ, বিষয়টি নিয়ে এখন আইনি প্রক্রিয়া চলছে। টুইটার ইন্ডিয়াও বিষয়টি নিয়ে তদন্ত করছে।

আরও পড়ুন :
ফুলশয্যার রাতে শারীরিক সম্পর্কে জড়ান ৩৩%
স্বপ্নে শারীরিক সম্পর্ক হলে যা করবেন

৯০০ অ্যাকাউন্টের মধ্যে ৪৮৭টি থেকে বলা হয়েছে কে২০ ফোনের দাম বেশি রাখা হয়েছে। বিষয়টিকে প্রতিষ্ঠা করার জন্য ১৩৭টি অ্যাকাউন্ট থেকে দিনে ১০০টি টুইট করা হয়েছে। কিন্তু কে২০ বিক্রি শুরুর পর ক্রেতারা ভালো রিভিউ দিতে শুরু করলে এ অপপ্রচার আর পাত্তা পায়নি। এ ঘটনায় শাওমির পাশে দাঁড়িয়েছে আরেক চীনা কোম্পানি রিয়েলমি। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে তারা বলেছে, রিয়েলমি এক্স বাজারে ছাড়ার সময়ও একই ধরনের পরিস্থির সম্মুখীন হয় তারা। রেডমি কে২০ ফোনটি ভারতের বাজারে আসে ১৭ জুলাই।

সেপ্টেম্বর১৬, ২০১৯ at ০৮:১২:২৭(GMT+06)
দেশদর্পণ/আহা/ আক/ গোনি/ইআ