বান্দরবানের রুমা উপজেলায় অস্ত্রের মুখে ৬ গ্রামবাসীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সামাখালপাড়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃতরা হলেন- বাসিং অং মারমা (৩০), হ্লামং মারমা (৪৯), মংগ্যাই মারমা (৫৮), চিংথোয়াই মারমা (৫৪), থোয়াই মারমা (৬২)। অপরজনের নাম পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ মগ লিবারেশন পার্টি (এমএলপি) ৮-১০ জন সন্ত্রাসী হানা দিয়ে তাদের ধরে নিয়ে গেছে।
এ সময় সন্ত্রাসীরা পাড়ার লোকজনদের মারধর করে ও বাসা-বাড়িতে লুটপাট চালায়। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপহৃতদের উদ্ধারে মাঠে নেমেছে।
রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈবং মারমা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী শামাখালপাড়ায় হঠাৎ আক্রমণ করে।
তারা সেখানে পাড়াবাসীদের মারধর করে ও লুটপাট চালায়। পরে সন্ত্রাসীরা ওই পাড়া থেকে ছয়জনকে ধরে নিয়ে যায়।
তিনি বলেন, এর আগে বুধবারও একটি সন্ত্রাসী গ্রুপ বগামুখ পাড়ায় হানা দিয়ে একইভাবে লুটপাট চালায় ও পাড়ার লোকজনদের মারধর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত রুমা থানার ওসি আবুল কাশেম জানান, মগ লিবারেশন পার্টির সন্ত্রাসীরা সামাখাল থেকে ৬ জনকে অপহরণ করেছে।
পাড়াবাসীর কাছ থেকে চাল, ডাল এবং গবাদিপশু দাবি করেছিল সন্ত্রাসীরা। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।
সেপ্টেম্বর ১৫, ২০১৯ at ২১:৩৪:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/যু/এএএম