চৌগাছা উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান জয় ও লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়।

আজ রবিবার বিকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হুসাইন ও সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজুর নেতৃত্বে চৌগাছা বাজারে বিরাট এক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা ভাস্কর্য মোড়ে এসে শেষ হয়।
আরও পড়ুন:
ব্যবসায়ী আলমগীর হত্যা: দুই আসামীর কারাদন্ড
৫ অক্টোবর দিল্লিতে শেখ হাসিনা-মোদি বৈঠক

এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ, দপ্তর সম্পাদক হাশেম আলী, উপজেলা ছাত্রলীগ নেতা হাসান রেজা, চৌগাছা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু, সাধারণ সম্পাদক মিকাইল ইসলাম সোহেল।

এ সময় আরো উপস্থিত ছিলেন চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহব্বায়ক আকরামুল ইসলাম, যুগ্ম-আহব্বায়ক জিহাদ হোসেন ও শাহাবুদ্দিন, ধুলিয়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেফাউন ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের আহব্বায়ক আমজেদ হোসেন, পাতিবিলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, পৌর ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুল, ছাত্রলীগ নেতা আকিমুল ইসলাম, ইয়াছিন আলী, মিনহাজুর রহমান জিসাদ, সাগর হোসেন সহ ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বর ১৫, ২০১৯ at ২১:১২:৫৪ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআই/এসজে