মাদক, বাল্যবিবাহ প্রতিরোধকল্পে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধকল্পে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড টেপাগাড়ী কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধকল্পে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ ও সোনাতলা সার্কেল বগুড়ার সহকারী পুলিশ সুপার কুদরত-ই-খুদা শুভ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নান্নু খান, রায়নগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান গাজী।

আরও পড়ুন:
চৌগাছা থানা পুলিশের অভিযানে আটক ৩
ইবিতে ‘আইসিএসডিএপি’ সম্মেলনে ৬৫টি প্রবন্ধ উপস্থাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন শিবলী, আশরাফুল ইসলাম, আঃ আলিম প্রমূখ।

শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ী কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত মাদক, বাল্যবিবাহ প্রতিরোধকল্পে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ ও সোনাতলা সার্কেল বগুড়ার সহকারী পুলিশ সুপার কুদরত-ই-খুদা শুভ।

সেপ্টেম্বর ১৫, ২০১৯ at ২০:১৮:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/রইর/এএএম