চৌগাছা থানা পুলিশের অভিযানে আটক ৩

য‌শো‌রের চৌগাছা থানা পুলিশের অভিযানে ৩ জন ওয়া‌রেন্টভুক্ত আসামী‌কে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে চৌগাছা থানা পুলিশের অভিযানে এই ৩ জন আসামীকে আটক করা হয়।

আটকৃতরা হলো- চৌগাছা বিশ্বাসপাড়ার স‌ফিয়ার রহমা‌নের ছে‌লে হিরা (৩০), বাকপাড়ার মৃত শ‌হিদুল ইসলা‌মের ছে‌লে ইমামুল হো‌সেন খোকন (২৭) কোটালীপুর গ্রা‌মের মৃত আব্দুর রাজ্জা‌কের ছে‌লে আব্দুল আ‌লিম (৩২।

চৌগাছা থানার ও‌সি রিফাত খান রা‌জিব তাদের গ্রেফতা‌রের সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন র‌োববার আটককৃত‌দের‌কে আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

সেপ্টেম্বর ১৫, ২০১৯ at ১৯:৩৮:১২ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআই/এসজে