জীবননগরে পুলিশের অভিযানে গাঁজা উদ্ধার

চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শেখ গনি মিয়ার নিদ্দেশে মোঃ ফারুক হোসেনের কাছ থেকে ৫০ গ্রাম গাজা উদ্ধার করেন। এ অভিযানে এস আই নাহিরুল, এ এস আই খালিদ, এ এস আই হাবিব সহ সংগীয় ফোস নিয়ে অভিযান চালায়। তার স্বীকার ঊক্তিতে হাসাদাহ মাঠ থেকে আরো ৯ টা গাজা গাছ উদ্ধার করা হয়। এলাকাবাসি সূত্রে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ীর কারনে উঠতি বয়সি ছেলেরা মাদক সেবন কারী হয়ে উঠছে। তাছাড়া হাসাদাহ বেশ কিছু ফকিরের আস্তানায় সন্ধ্যার পরে গাজা ইয়াবা সহ মাদকের আস্থানায় পরিনত হয়েছে। জনশ্রুতি রয়েছে বাহিরের কিছু মাদকচক্র হাসাদাহ বাজারে এসে মাদক সেবন করে যায়। আবার কিছু দিন আগে অনেক ্র্যরে ফেনসিডিল উদ্ধার করেন। প্রশাসন যদি একটু নজর দেয় তাহলে মাদক থেকে অনেকেই বেরিয়ে আসবে। গাজা গাছ ঊদ্ধারে ফারুক হোসেনের নামে একটি মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

 সেপ্টেম্বর ১৫, ২০১৯ at ১৭:৩৭:৩৬ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/এসজে