বেনাপোল সীমান্ত থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তের স্বরবাংহুদা গ্রাম থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে স্বরবাংহুদা পশ্চিম পাড়া গ্রামের আব্দুর রহমানের বাড়ির ছাদ থেকে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 সেপ্টেম্বর ১৫, ২০১৯ at ১৭:২৯:৩৬ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমও/এসজে