হঠাৎ ঢাকায় আসছেন ঋতুপর্ণা

আজ সকাল থেকে মহাখালীতে শুরু হয়েছে ‌‘জ্যাম’ ছবির শুটিং। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই নব্বই দশক থেকে ঢাকাই সিনেমাতেও প্রিয়মুখ তিনি। ঋতুপর্ণা সেনগুপ্ত চুক্তিবদ্ধ হয়েছিলেন নঈম ইমতিয়াজ নেয়ামূলের এই ‌‘জ্যাম’ চলচ্চিত্রে। গত বছরের জুলাইয়ে ছবির মহরতে অংশ নেন ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ তারকা। এবার তিনি ছবির শুটিংয়ে অংশ নিতেই ঢাকায় আসছেন।

আজ (১৫ সেপ্টেম্বর) রাতের একটি ফ্লাইটে ঢাকায় আসবেন ঋতু। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা নেয়ামূল।

তিনি বলেন, ‘আজ রাতে ঋতুপর্ণা ঢাকায় আসবেন। আগামীকাল থেকে তিনি শুটিংয়ে অংশ নেবেন। তার অংশের শুটিং চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।’
আরও পড়ুন:
ফের শুরু হলো ‘জ্যাম’
বিটিভি দেখে যা বলছেন ভারতীয় দর্শক

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও চিত্রনায়িকা পূর্ণিমা। আর চিত্রনায়ক ফেরদৌস ও কলকাতার ঋতুপর্ণা অভিনয় করছেন অতিথি চরিত্রে।

এদিকে আজ সকাল থেকে মহাখালীতে শুরু হচ্ছে ‌‘জ্যাম’ ছবির শুটিং। এর মাধ্যমে দুই মাস পর ছবির কাজ করছেন শুভ। আরিফিন শুভ বলেন, ‘‘ইতোমধ্যে ‌‘জ্যাম’-এর ৫০ শতাংশ কাজ হয়েছে। এবার টানা শুটিং করব। মাসজুড়ে ছবিটির কাজ হবে।’’

‘জ্যাম’-এর মূল ভাবনা আহমদ জামান চৌধুরীর। কাহিনি বিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল ও শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পান্থ শাহরিয়ার। এর মাধ্যমে ১০ বছর পর প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলী কথাচিত্র থেকে নির্মিত হচ্ছে চলচ্চিত্র।

 সেপ্টেম্বর ১৫, ২০১৯ at ১৬:১২:৩৬ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসজে