আবারো বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

ডেঙ্গুতে আক্রন্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা গতকয়েক দিনে কম থাকলেও গত ২৪ ঘণ্টায় তা আবারো বেড়েছে।

গত ২৪ ঘন্টায় (১৪ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১৯ জন।

এর মধ্যে ঢাকায় ১৬৩ ও ঢাকার বাইরে রোগীর সংখ্যা ৪৫৬ জন। এর আগে শনিবার নতুন ভর্তি রোগীর সংখ্যা ছিলো ৫২৭ জন।

শুক্রবার ৬৭৩ জন, বৃহস্পতিবার ৭৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, পহেলা জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ১৮৬ জন।

আরও পড়ুন:
তেলখনিতে ড্রোন হামলায় ইরানকে দুষছে যুক্তরাষ্ট্র
জিকে খালের দু’পাশে অবৈধ স্থাপনা, নীরব প্রশাসন

ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন ৭৮ হাজার ৪৩৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ৫৪৬ জন।

এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৩৩ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৫১৩ জন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কাছে ডেঙ্গু সন্দেহে ২০৩ টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে।

এর মধ্যে ১০১ টি মৃত্যু পর্যালোচনা করে ৬০ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানের ডেথ রিভিউ কমিটি।

এই ৬০ জনের মধ্যে ৪০ জনের ডেঙ্গু শক সিন্ড্রোম, ৭ জন হেমোরেজিক জ্বর, ২৩ জনের মধ্যে এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হবার প্রমাণ পাওয়া গেছে।

সেপ্টেম্বর  ১৫, ২০১৯ at ১৪:৩৬:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/এএএম