প্রাণিসম্পদে বিশেষ অবদান রাখায় রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সম্মাননা ভূষিত জয়পুরহাট

স্মাট লাইভস্টক এক্রাটেনশন সার্ভিস এর আওতায়’ রাজশাহী বিভাগের ৮টি জেলার ৬৭টি উপজেলাসহ প্রাণিসম্পদের অন্যান্য প্রতিষ্ঠানের গত অর্থবছরের ২০ সূচকের ৪টি ক্যাটেগরিতে প্রাণিসম্পদ উন্নয়নে বিশেষ অবদান রাখায় সম্প্রসারণ কার্যক্রমের বার্ষিক মূল্যায়নে জয়পুরহাট জেলা প্রাণী সম্পদ ও সদর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ উপজেলা সম্মাননায় ভূষিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহা পরিচালক ডাঃ হীরেস রঞ্জন ভৌমিক শ্রেষ্ঠ জেলার সম্মাননা তুলে দেন জয়পুরহাট জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমানের হাতে।

অন্যদিকে দিকে শ্রেষ্ঠ উপজেলায় ভুষিত হওয়া জয়পুরহাট সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামুনুর রশীদের হাতেও তুলে দেন শ্রেষ্ঠ উপজেলার সম্মাননা ক্রেস্ট। এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারন) ডাঃ শেখ আজিজুর রহমান, রাজশাহী প্রাণিসম্পদ বিভাগের উপ পরিচালক কৃষিবিদ কল্যাণ কুমার ফৌজদারসহ রাজশাহী বিভাগের প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা ও উপজেলার কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুন:
পুলিশকে দক্ষ বাহিনী হিসাবে গড়ে তুলতে পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
কে এই লেখক ভট্টাচার্য?

এদিকে রাজশাহী বিভাগের মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের এই সাফল্যে খুশি হয়েছেন জয়পুরহাটের সকল স্তরের মানুষ।

বিভাগের শ্রেষ্ঠ জেলার সম্মাননা পাওয়া জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান জানান, আমার এই সাফল্য শুধু একার নয়,বরং আমাকে আমার জেল প্রশাসক,জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রাণিসম্পদ অফিসের সকল কর্মকর্তা কর্মচারী আমাকে বিভিন্ন ভাবে সহযোগীতা করার কারেনই আজকে আমাদের জয়পুরহাট জেলা কাজের মূল্যায়নে বিভাগের শ্রেষ্ঠ জেলার সম্মাননায় ভূষিত হয়েছে। তিনি আরো বলেন, আমরা চাই আমাদের জেলার মতো অন্যরাও তাদের কাজের গতি বৃদ্ধি করবে। আমরা চাই বর্তমান সরকারের যে সাফল্য তা ধরে রাখতে।

অন্যদিকে শ্রেষ্ঠ উপজেলার সম্মানানা পাওয়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামুনুর রশীদ ও ভেটেনারী সার্জন রাশেদুল ইসলাম বলেন, আজকে আমরা সকলে মিলে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করে আমরা রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ উপজেলার সম্মাননা পেয়েছি। সেই সাথে আমরা চাই যেন সারাবাংলাদেশের ভিতরে আমাদের এই উপজেলা কাজের মূল্যায়নে শ্রেষ্ঠ হয় সেই লক্ষ নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

 সেপ্টেম্বর ১৫, ২০১৯ at ১৩:২৩:৩৬ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএম/এসজে