কে এই লেখক ভট্টাচার্য?

রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে নেতৃত্ব সরিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের ১ নং সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সমালোচনার মুখে থাকা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন:
আলিবাবার নতুন মিশন
ইবি ছাত্রলীগের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা

যশোরের মণিরামপুরের পাড়ালা গ্রামে জন্মগ্রহণ করেন লেখক ভট্টাচার্য্য। বাবা দেবাশীষ ভট্টাচার্য ও মা শিপ্রা ভট্টাচার্য্যের তিন সন্তানের সবার ছোট লেখক যশোর ক্যান্টমেন্ট থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এর আগে মণিরামপুরের গোপালপুর স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। রাজনৈতিক পরিবারের সন্তান লেখকের এক চাচা পীযুষ কান্তি ভট্টাচার্য্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় মণিরামপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আরেক চাচা যশোর-৫ আসনের সংসদ সদস্য ও এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন লেখক ভট্টাচার্য্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। এখন অধ্যায়ন করছেন উচ্চতর ডিগ্রির জন্য।

 সেপ্টেম্বর ১৫, ২০১৯ at ১১:৫৯:০৬ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিএইচ/এসজে