ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের একাংশ নেতাকর্মীরা ইবি শাখা ছাত্রলীগের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল শুরু করেন ছাত্রলীগের নেতা কর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ছাত্রলীগের ট্রেন্ডে এসে শেষ হয়।
জোবায়ের আল মাহমুদের সঞ্চালনায় উপস্থিত নেতাকর্মীরা অডিও কেলেঙ্কারির ঘটনায় আলোচনায় আসা বর্তমান ইবি ছাত্রলীগ সাধারণ সম্পাদকের কৃতকর্ম তুলে ধরেন ও তার বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে নেতা হয়ে আসা, নিয়োগ বাণিজ্যসহ বেশকিছু অভিযোগ এনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন নেতাকর্মীরা।পাশাপাশি তারা সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন:
ছাত্রলীগের দায়িত্বে নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্য
বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি
এসময় শিশির ইসলাম বাবু বলেন, কোন পকেট কমিটি কোন চল্লিশ লাখ টাকার কমিটি যে কমিটি কিনা ডাইরেক্ট বলে চল্লিশ লাখে নেতা হবো ৬মাসে ডবল হবে সেই কমিটি আমরা মানি না।কোন প্রশাসনের কমিটি কোন দালালের কমিটি আমরা চাই না।এই রাকিব আগে অতিতে কখনো ছাত্রলীগ করে নাই। রাকিবের ছাত্রলীগ শুরু হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে।এরকম কোন হাইব্রিড শিবির থেকে আগত আমরা মানি না।অতিদ্রুত এই কমিটি বিলুপ্ত করে যোগ্যতার ভিত্তিতে নতুন কমিটি করে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ঐতিহ্য ফিরিয়ে দিতে হবে।
মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা ফয়সাল সিদ্দিকী আরাফাত, অনিক, আবির, সোহাগ, নীল, মাহিদুল, রাব্বী, সাগরসহ শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মী।
সেপ্টেম্বর ১৫, ২০১৯ at ১১:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিএইচ/এসজে