নাটোরের লালপুরে রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সনি (২৬) নামের এক মোটরসাইকেল মেকার নিহত হয়েছেন। সে উপজেলার গোপালপুর পৌরসভার মহিষাখোলা মহল্লার সান্টু আলীর ছেলে ও পেশায় সে মোটরসাইকেল মেকার ছিলেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন থেকে দুই কিলোমিটার অদুরে বাওড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:
আট কবরে শায়িত বীর শহীদদের প্রতি চুয়াডাঙ্গা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
ব্রাজিলে ঘণ্টায় ধর্ষিত হচ্ছেন চারজন
জানা গেছে, সনি সন্ধ্যার দিকে বাওড়া রেলগেট থেকে আব্দুলপুর অভিমুখে রেললাইনের ধার দিয়ে হাটছিলো এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর গামী রংপুর এক্সপ্রেস টেনে কাটা পাড়ে তার মৃত্যু হয়। আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়া উদ্দিন ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার সকালে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ’
সেপ্টেম্বর ১৫, ২০১৯ at ১১:৩০:৫১ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এআরটি/এসজে