লা লিগায় ভেলেন্সিয়ার বিপক্ষে ৫-২ গোলের বিশাল জয় পেয়েছে বার্সেলোনা।
বার্সার হয়ে জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ। আর একটি করে গোল করেছেন ফ্রাঙ্ক দি জং, আনসু ফাতি ও জ্যারার্ড পিকে।
বার্সেলোনার নতুন বিষ্ময় বালক আনসু ফাতি মাত্র তিন ম্যাচ খেলেই মেসিকে পেছনে ফেলে দিয়েছেন।
বার্সার হয়ে তিন ম্যাচ খেলে দুটি গোল করেছেন তিনি। যেখানে কাতালানদের হয়ে প্রথম দুটি গোল করতে মেসি খেলেছিলেন তেরোটি ম্যাচ।
গতকাল ভেলেনসিয়ার বিপক্ষে পুরো ম্যাচে শাসন করেছে ভালভের্দের শিষ্যরা। খেলা শুরু হওয়ার মাত্র দশ মিনিটের মধ্যেই দুটো গোল করে ফেলে ফাতি-সুয়ারেজরা।
তবে ইনজুরির কারণে গতকালও সাইড বেঞ্চে বসে ছিলেন মেসি।
অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে নরউইচ সিটি। এর ফলে মৌসুমের প্রথম হারের স্বাদ পেল ক্লাবটি।
সেপ্টেম্বর ১৫, ২০১৯ at ১১:০১:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/এএএম