জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে দিলারা হানিফ পূর্ণিমার পথচলা শুরু। বিরতির পর নঈম ইমতিয়াজ নেয়ামূলের পরিচালনায় জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা ফের ‘জ্যাম’ ছবির শুটিং শুরু করছেন। এ বিষয়ে পূর্ণিমা বলেন, আজ থেকে আবার ‘জ্যাম’ এর শুটিং শুরু হচ্ছে। মাঝে কিছুটা সময় বিরতি ছিল শুটিংয়ে। প্রয়াত চিত্রনায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলী কথাচিত্রের ব্যানারে নির্মাণ হচ্ছে ‘জ্যাম’ ছবিটি। এ ছবিতে পূর্ণিমার বিপরীতে দর্শকরা আরিফিন শুভকে দেখতে পাবেন।
এ ছবির পর ‘গাঙচিল’ ছবির বাকি কাজ শুরু করবো। ‘গাঙচিল’ ছবিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করছেন ফেরদৌস। জানা গেছে, শিগগিরই সিনেমা পরিচালনায় আসবেন তিনি। তবে এজন্য আরেকটু সময় নিতে চান চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়িকা।
আরও পড়ুন:
যৌন ব্যবসায় লিপ্ত অভিনেত্রীরা
রাতের পোশাকে বৃষ্টিতে রজনীকান্তের নায়িকা
এবারের কোরবানি ঈদেও পূর্ণিমা অভিনীত ‘সাবলেট’ নামের একটি নাটক দর্শক মহলে বেশ সাড়া জাগিয়েছে। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নাটকটিতে তাকে ছোট পর্দার অভিনেতা জিয়াউল হক অপূর্বের বিপরীতে দেখা গেছে।
প্রসঙ্গত, কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
সেপ্টেম্বর ১৫, ২০১৯ at ১১:১৫:৫৮ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসজে