কক্সবাজারে মার্কিন প্রতিনিধি দল

বাংলাদেশের টেকনাফ ও উখিয়া সীমান্তে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা জানতে ও তাদের সঙ্গে সার্বিক বিষয়ে কথা বলতে কক্সবাজারে উদ্বাস্তু বিষয়ক মার্কিন প্রতিনিধি দল।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান মার্কিন প্রতিনিধি দল। সেখান থেকে কুতুপালং ১৮ নম্বর ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন।
আরও পড়ুন:
ফিরেই নেইমারের চমক
৭ মাদকসেবী আটক

এই প্রতিনিধি দলটির সঙ্গে রয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার। মূলত রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করবেন মার্কিন এই প্রতিনিধিরা ।

উল্লেখ্য, গত ২২ আগস্ট দ্বিতীয় দফার প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যর্থ হয়। কোনো রোহিঙ্গা স্বেচ্ছায় ফিরে যেতে রাজি না হওয়ায় এ প্রক্রিয়া আবারও বাঁধারমুখে পড়ে।

 সেপ্টেম্বর ১৫, ২০১৯ at ১০:৩৫:৫১ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসজে