কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন যশোর জেলার মণিরামপুর উপজেলার কৃতি সন্তান কেন্দ্রীয় ছাত্রলীগের বর্তমান ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
জানা যায়,শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় সমালোচনার মুখে থাকা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
সংগঠনের ১ নম্বর সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় ও ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, লেখক ভট্রাচার্য পারিবারিকভাবে আওয়ামী পরিবারের সন্তান। তিনি সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক (বাংলাদেশ ছাত্রলীগ) দায়িত্ব পালন করেন অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে।
শিক্ষা জীবনে লেখক ভট্রাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগে অধ্যয়নরত আছেন। তিনি দীর্ঘ ১৫ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে ত্যাগী ও সৎ ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেন।
সেপ্টেম্বর ১৫, ২০১৯ at ০০:২০:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/তাহা/এএএম