পাঁচবিবিতে ভিডিও কলে তরুণীর অশ্লীল ছবি ধারণ!

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব বালিঘাটা ঢাকাইয়া পট্রি এলাকার এক তরুণীর (১৯) অশ্লীল ছবি ধারণ করেছে নওগাঁ জেলার পাহাড়পুর এলাকার এক প্রবাসী যুবক (২৫)। ওই যুবকের সাথে ফেসবুকে পরিচয় হয় তরুণীর।

এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভিডিও কলে তাদের মধ্যে কথাবার্তা চলতো। কথোপকথোনের সময় যুবকটি কৌশলে ওই তরুণীর অশ্লীল ভিডিও ধারণ করে। এরপর ওই যুবক দেশে ফিরলে ২ মাস ধরে ওই তরুণীর সাথে লিভিং টুগেদার করে।

ছেলের বাড়িতে বিবাহ বহির্ভূত অবস্থান করার বিষয়ে জানতে চাইলে ওই তরুণী জানায়, ভিডিও কলে তাদের মধ্যে বিয়ে হয়েছিল।

আরও পড়ুন:
ছাত্রলীগের দায়িত্বে নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্য
৩ হাজার ৯০০ টাকার একটি ইলিশ!

কিছু দিন পর সম্পর্ক ভেঙে যাওয়ায় যুবকটি ওই তরুণীর অশ্লীল ছবি ছেড়ে দেয়ার হুমকি দিচ্ছে। ইতোমধ্যে সে দু’একজনকে ওই তরুণীর অশ্লীল ছবিও পাঠিয়েছে।

যুবকের অভিযোগ, ওই তরুণী প্রেমের ছলে তার কাছ থেকে বেশ কিছু টাকা পয়সা হাতিয়ে নিয়েছে।

তরুণীর অভিযোগ, ওই যুবক আরো কয়েক জন তরুণীর সাথে সম্পর্ক গড়ে তোলে এবং তাদের অশ্লীল ভিডিও ধারণ করেছে।

এ ধরণের কিছু ভিডিও সে দেখেছে। বিষয়টি নিয়ে থানা পুলিশ পর্যন্ত যায়নি কেউ।

সেপ্টেম্বর ১৪, ২০১৯ at ২৩:২৯:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/সাইটি/এএএম