শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্ত্বরে শনিবার (১৪ সেপ্টম্বর) সকালে ইএসডিও ক্রীড়া ও সংস্কৃতি প্রকল্পের মাধ্যমে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ছাত্র ছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

দড়িলম্ফ, মোরগ লড়াই, দাবা, কেরাম প্রতিযোগিতা ও পরিস্কার পরিচ্ছন্নতা, বাল্যবিবাহ, ইভ টিচিং বিষয়ক সচেতনতামূলক দিকনির্দেশনা বক্তব্য দেয়া হয়। উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন:
২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
নিখোঁজ বার্জ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার ওবাইদুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র কোঅর্ডিনেটর জনাব শাহ্ আমিনুল হক, শাখা ব্যবস্থাপক ইএসডিও রাণীশংকৈল তৈয়ব আল, রাণীশংকৈল ডিগ্রী কলেজের প্রভাষক প্রশান্ত বসাক, এরিয়া ম্যানেজার ইএসডিও রাণীশংকৈল জোন গোলাম মোস্তফা, ইএসডও অফিসার খায়রুল আলাম, অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।

পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের ঘটনা সম্বলিত ও বঙ্গবন্ধুর জীবনাচরণ ভিত্তিক বিভিন্ন বই পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।

সেপ্টেম্বর  ১৪, ২০১৯ at ২০:৫৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এইচকে/কেএ