সড়কে প্রাণ গেল ২ পথচারীর

ঢাকার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় গালিমপুর মিয়াহাটি এলাকার আলাউদ্দিনের স্ত্রী নাজমা বেগম (৫০) এবং বাকবিবিচর এলাকার বাসিন্দা নিরাঞ্জন মণ্ডল (৮০) নামে দু’জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার গালিমপুর ইউনিয়নের নোয়াদ্দা এলাকায়, একটি মালবাহী ট্রলির (নছিমন) চাপায় নাজমা বেগম নিহত হন।

অপরদিকে কলাকোপা ইউনিয়নের পানালিয়া-হারভাঙ্গা এলাকার সড়কে মোটরসাইকেলের চাকায় পিষ্ট হয়ে বেলা ১১টার দিকে নিরাঞ্জন মণ্ডলের মৃত্যু হয়।

আরও পড়ুন:
এসডিএ উন্নয়ন প্রকল্পে সততা ষ্টোরের উদ্বোধন
বিএনপির ‘হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান’ ঐক্য পরিষদের কমিটি গঠন

নবাবগঞ্জ থানার গালিমপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুর রাশিদ বলেন, উপজেলার বিভিন্ন সড়কে আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে, বিভিন্ন ধরনের অনুমোদনহীন পরিবহন চলাচল করছে।

যে কারণে সড়ক দুর্ঘটনা ও যানজটের কবলে পড়তে হয় পথচারী এবং পরিবহন যাত্রীদের।

সেপ্টেম্বর ১৪, ২০১৯ at ২০:২২:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/যু/এএএম