পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজ বার্জ শ্রমিক সরোয়ার শেখের (৫০) মৃতদেহ নিখোঁজের তিনদিন পর উদ্ধার হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পায়রা বন্দরের তিন নম্বর বয়া সংলগ্ন ঢোশ এলাকা থেকে স্থানীয় জেলেরা মৃতদেহটি উদ্ধার করে।
কলাপাড়া থানার ওসি মো: মনিরুল ইসলাম মৃতদেহ উদ্ধারের খবর স্বীকার করে জানান, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে কলাপাড়ার পায়রা বন্দর সংলগ্ন আন্ধারমানিক নদীর উপর নির্মানাধীন শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাজে নিয়োজিত বার্জ টিএলএন-১৩ এর লস্কর সরোয়ার শেখ বার্জের উইঞ্চের লক আনলক করতে গিয়ে অসাবধানবশত বুকে হ্যান্ডেলের আঘাতে নদীতে পড়ে যায়।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিনভর বরিশাল ফায়রা সার্ভিসের ডুবুরিয়া উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান পাওয়া যায়নি।
মেসার্স থ্রি লাইট নেভিগেশনের সিনিয়র ষ্টাফ মো: আশরাফুল ইসলাম জানান, শনিবার দুপুরে বঙ্গোপসাগরের তিন নম্বর বয়া এলাকায় জেলেদের কাছে একটি মৃতদেহ ভেসে আসার খবর পেয়ে ঢোশ এলাকায় গিয়ে সরোয়ার শেখের মৃতদেহ শনাক্ত করেন। মৃত সরোয়ার শেখ পিরোজপুর জেলা ইন্দুরকানী থানার ঢেপসাবুনিয়া গ্রামের আঃ গনি শেখের ছেলে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সেপ্টেম্বর ১৪, ২০১৯ at ২০:২৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এস/কেএ