ব্যাংক এশিয়ার আউটলেটের উদ্বোধন

যশোরের চৌগাছায় ব্যাংক এশিয়ার একটি আউটলেটের শুভ উদ্বোধন করা হয়। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসানের সভাপতিত্বে উপজেলার হাকিমপুর বাজারে ব্যাংক এশিয়ার ইউডিসি আউটলেট এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করা হয়।

আরও পড়ুন:
শিক্ষামন্ত্রণালয়ের উপপরিদর্শক সেজে শিক্ষকদের হাতে ধরা, পুলিশে সোপর্দ
সাগরকন্যা খেলাঘর আসর আহ্বায়ক কমিটি গঠন

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্যাংক এশিয়ার যশোর শাখার প্রধান রবিউর ইসলাম। ব্যাংক এশিয়ার যশোর শাখার অফিসার জহুরুল ইসলামের সঞ্চালনায় অত্র আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আমিন উদ্দীন খান, হাকিমপুর বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি তৈমূর খান, হাকিমপুর বন্ধন সমিতির পরিচালক খিজির হায়াত খান, সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন এবং ব্যাংক এশিয়ার আউটলেটের এজেন্ট সাইফুদ্দিন, ব্যাংকটির যশোর শাখার কর্মকর্তাদের মধ্যে বাহারুল ইসলাম, মাহমুদ হাসান, জহুরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বর  ১৪, ২০১৯ at ১৯:৪৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআই/কেএ