সাগরকন্যা খেলাঘর আসর আহ্বায়ক কমিটি গঠন

পর্যটন নগরী কুয়াকাটায় ‘সাগরকন্যা খেলাঘর আসর’ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) শেষ বিকেলে আবাসিক হোটেল খান প্যালেসের হল রুমে ১৫ সদস্য বিশিষ্ট্য এ কমিটির আত্মপ্রকাশ ঘটে।

কুয়াকাটা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সাধারণ সম্পাদক এম জাকির হোসাইনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স।
সভায় উপস্থিত সকলের সমর্থনে এম জাকির হোসাইন আহ্বায়ক, মো: রাসেল খান ও মো: রাকিব মুসুল্লীকে যুগ্মআহ্বায়ক নির্বাচন করা হয়।

আরও পড়ুন:
সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ১
রাজশাহীর সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলি’ এ শ্লোগানকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়ে ‘সাগরকন্যা খেলাঘর আসর’ কুয়াকাটা শাখার যাত্রা শুরু হয়।

সভায় শুরুতে খেলাঘর আসর সম্পর্কে বিস্তারিত ইতিহাস, কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি পটুয়াখালী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স। নতুন প্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তুলতে সৃষ্টিশীল মেধা বিকাশে তিনি সাগরকন্যা খেলাঘর আসরের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সেপ্টেম্বর  ১৪, ২০১৯ at ১৯:২৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এস/কেএ