সাধারণ লোকজনকে ধরে নিয়ে অর্থ নেয়াসহ নানা অনিয়মের অভিযোগে রাজশাহীর পুঠিয়া থানার ওসি সাকিল উদ্দিন আহম্মেদকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের এক আদেশে ওসি সাকিল উদ্দিন আহম্মেদকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
যোগাযোগ করা হলে ওসি সাকিল উদ্দিন আহম্মেদ নিজে জানান, জনস্বার্থে পুঠিয়া থানা থেকে তাকে বদলী করে রাজশাহীর পুলিশ অফিসে তাকে বদলী করা হয়েছে। তিনি আরো বলেন, শনিবার সকালে এ সংক্রান্ত পুলিশ সুপারের একটি আদেশ পেয়েছি। বিকেলে পুলিশ অফিসে যোগদান করবো।
তবে তার বদলে এ থানায় নতুন ওসিকে দায়িত্ব দেয়া হয়েছে কি না সে বিষয়টি জানা নেই বলে জানান ওসি সাকিল উদ্দিন বলেন, অস্থায়ী ভাবে ওসি তদন্তকে চার্জ বুঝিয়ে দেয় হয়েছে।
জেলা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র মতে, সাধারণ লোকজনকে ধরে নিয়ে অর্থ নেয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠে এই ওসির বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার তাকে পুঠিয়া থানা থেকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন বলে জানা গেছে।
সেপ্টেম্বর ১৪, ২০১৯ at ১৮:৪৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/কেএ