ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লক্ষ্মীপুরের রায়পুরে মাদক ব্যবসায়ী আবুল কালাম প্রকাশকে (কালা) (৪৩), ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন রায়পুর থানা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রায়পুর থানার অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়ার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে রায়পুর থানার এএসআই মোঃ সবুজ মিয়া, এএসআই জালাল উদ্দিন সংগীয় ফোর্সসহ দক্ষিন কেরোয়া পৌর ০৭ নং ওয়ার্ডের মজিদ মোল্লা বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন:
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় আন্তর্জাতিক জোট সম্মেলন উদ্বোধন
৮ কোটি টাকা ব্যায়ে নবগঙ্গা নদীর পুঃনখননের শুভ উদ্বোধন

আটককৃত আবুল কালাম (কালা) দক্ষিন কেরোয়া ০৫ নং ওয়ার্ড মধুপুর গ্রামে আব্দুুল জাব্বার ভূঁইয়া বাড়ি মৃত আব্দুস সোবহান ছেলে।

থানা সূত্রে জানা যায়, আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারনি ১০(ক) রুজু করেন। এবং থানায় ১৭(৯)১৯, নং- মামলা দিয়ে বিজ্ঞ আদালতে আসামীকে পেরণ করা হয়।

সেপ্টেম্বর  ১৪, ২০১৯ at ১৮:৩৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/একে/কেএ