পূর্ব শত্রুতার জের ধরে দামুড়হুদা ছয়ঘরিয়া গ্রামের রাজু (৩০) নামের এক যুবককে সাবল দিয়ে আঘাত করে জখম করেছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তিনটার সময় ঝাঝাডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাজু বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ দায়ের করে।
অভযোগ সৃত্রে জানাযায়, দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের কাজী আনারুল হকের ছেলে রাজু তার দুলাভাইয়ের বাড়ি ঝাঝাডাঙ্গায় দাওয়াত খেতে যায়।সেখান থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঝাঝাডাঙ্গা গ্রামের মোক্তার আলীর ছেলে মিন্টু ও তার ভাই সুজন (৩০) রাজুর মোটর সাইকেল গতিরোধ করে সাবল দিয়ে মাথায় আঘাত করে।সে রক্তাত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়িলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্ত্তি করে।
কতব্যরত চিকিৎসক তার খত স্থানে ৫টি সেলাই দেয়। পরে সে বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ দায়ের করে।
সেপ্টেম্বর ১৪, ২০১৯ at ১৭:৪৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/কেএ