বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নোম্যানস ল্যান্ডে আশ্রিত রোহিঙ্গা ও স্থানীয় লোকজনদের মাঝে ফের আতংক ছড়াচ্ছে স্থলমাইন।
৩ সেপ্টেম্বর ঘুমধুমের তুমব্রু সীমান্তে স্থলমাইন বিস্ফোরনে নিহত মোঃ শাহজাহান নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যুর পর নতুন করে এ আতংক ছড়িয়ে পড়েছে।
তুমব্রু কোনারপাড়া নোম্যানস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের সীমান্ত থেকে তাড়াতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে আতংক তৈরীর চেষ্টা করছে মিয়ানমার সরকার।
এরই ধারাবাহিকতায় এবার সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেঁষে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) মাইন পোঁতা শুরু করেছে।
রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ জানান, সম্প্রতি কাঁটাতারের বেড়ার কাছে বিজিপির সদস্যদের আনাগোনা বেড়েছে।
সবাই ধারণা করছেন, সীমান্তে তারা স্থলমাইন পোঁতা শুরু করেছে। তিনি আরও জানান, কোনারপাড়া নো ম্যানস ল্যান্ডে রোহিঙ্গারা অবস্থান নেওয়ার পর থেকে মিয়ানমার সেনারা রাতের বেলায় ঢিল ছোড়া, গুলিবর্ষণসহ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য নানা ধরনের অপচেষ্টা চালিয়ে আসছে।
ধারণা করা যাচ্ছে, এর ধারাবাহিকতায় এখন তারা স্থলমাইন বসানো শুরু করে। গত ৩ সেপ্টেম্বর সীমান্তের তুমব্রু থোয়াইংগাঝিরি থেকে শাহাজাহান নামে এক রোহিঙ্গা যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা রুস্তম আলীর ছেলে। স্থলমাইন বিস্ফোরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারনা করছেন সবাই। এরপর থেকে সীমান্ত এলাকায় আবার স্থলমাইন আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুতুপালং লম্বাশিয়া এলাকার রোহিঙ্গা নেতা খলিল মাঝি জানান, কুতুপালং লম্বাশিয়া ও মধুরছড়া ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে অনেকের বাড়ি সীমান্তের কাছাকাছি।
তারা মাঝে মধ্যে নো ম্যানস ল্যান্ড অতিক্রম করে কাঁটাতারের বেড়া পেরিয়ে মিয়ানমারে যান। এ ধরনের যোগাযোগ বন্ধ করার জন্য সীমান্তে মাইন পুঁতেছে মিয়ানমার সেনা ও বিজিপির সদস্যরা।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ঘুমধুমসহ আশপাশের সীমান্তে মিয়ানমার সেনাদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।
সর্বশেষ মাইন বিস্ফোরণে নিহতের পর এলাকায় আবার আতঙ্ক ছড়িয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনার পর থেকে সীমান্তের ঘুমধুম, তুমব্রু, বাইশফাঁড়ি, রেজু, আমতলী সীমান্ত এলাকায় বসবাসকারী স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে।
কক্সবাজার ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ সাংবাদিকদের জানান, সীমান্তের বিষয়টি নিয়ে মিয়ানমারের সঙ্গে বৈঠকের প্রক্রিয়া চলছে।
সেপ্টেম্বর ১৪, ২০১৯ at ১৪:৫৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আকা/এএএম