৭জন ওয়ারেন্টের পালাতক আসামী আটক

দামুড়হুদা মডেল থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৭জন পালাতক আসামী কে আটক করেছে।

বৃহস্পতিবার রাত থেকে ভোর অভিযান চালিয়ে তাদের কে আটক করে পুলিশ। আটককৃতরা হল দর্শনা মোবারক পাড়ার আব্দুস সাত্তারের ছেলে সাইফুল জুয়েল(৪৫), দামুড়হুদা দশমীপাড়ার সত্য দাশের ছেলে খোকন দাশ(৩৫), গোলাম হোসেনের ছেলে সাজিরুল(১৬)।

আরও পড়ুন:
মেলায় একটি পালঙ্কের দাম সাড়ে ৫ লক্ষ টাকা
সা রে গা মা পা র পরিচালকের সিনেমায় দেব

দর্শনা দক্ষিন চাঁদপুরের কাশেম মন্ডলের ছেলে মুকুল ওরফে বকুল(৩৫), ঈশ্বর চাঁদ্রপুরের মৃত মজিবারের ছেলে মুকুল(৩০), খলিলুর রহমানের স্ত্রী আছিয়া ওরফে ফিরোজা(৫৫) ও মদনা গ্রামের মৃত আলালের ছেলে সাদ্দাম (৪৫)।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিস্বাস জানান, চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশনায় থানার এসআই মিল্টন সরকার, এসআই কামরুল, এসআই সাইফুল, এএসআই মহানন্দ, এএসআই ইলিয়াস, এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী আটক করে।

শুক্রবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পেরণ করা হয়েছে।

সেপ্টেম্বর  ১৪, ২০১৯ at ১০:৫৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোতার/এএএম