ম্যাচ শেষে যা বললেন আফিফ

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ জেতানো ইনিংসে আফিফ করেছেন ২৬ বলে ৫২ রান। দুর্দান্ত এই পারফরম্যান্সে ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।

আরও পড়ুন :
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৯৬, মৃত্যু ১
বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চিকিৎসাধীন ৩২ জন

শুক্রবার ম্যাচ শেষে পুরষ্কার হাতে নিয়ে আফিফ গণমাধ্যমকে বলেন, উইকেটে ইতিবাচক থাকাই তাঁর লক্ষ্য ছিল। সেই সঙ্গে দীর্ঘদিন পর পাওয়া সুযোগটা কাজে লাগাতে চেয়েছিলেন তিনি।

আফিফ বলেন, আমি ইতবাচক থাকার চেষ্টা করছিলাম। অনেক দিন পর সুযোগ পেয়েছি। আমি মারতে চেয়েছিলাম এবং ভালো টাইমিং করতে চেয়েছিলাম।

দলীয় ৬০ রানের মাথায় ৬ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে মোসাদ্দেক হোসেনকে নিয়ে সপ্তম উইকেটে ৪৭ বলে ৮২ রানের জুটি গড়েন আফিফ। মূলত এই জুটির কারণেই ম্যাচে ফেরে বাংলাদেশ।

সেপ্টেম্বর১৪, ২০১৯ at ০৬:৩২:৪১(GMT+06)
দেশদর্পণ/আহা/ আক/ জুবা/ইআ