বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৯৬, মৃত্যু ১

সুনামগঞ্জে বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৯৬ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জলি রাণী দেব (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সুনামগঞ্জ শহরের ওয়েজখালী এলাকার সঞ্জু দেবের স্ত্রী।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলের দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জলি। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন আশুতোষ দাসের ভাতিজি সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের শাধদপুর গ্রামের মৃত প্রাণেশ তালুকদারের মেয়ে চন্দনা তালুকদারের সাথে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ডাইয়ারগাঁও গ্রামের মিহির তালুকদার বিয়ে আনুষ্টানিকতা সম্পন্ন হয়।

বিয়ের রাতে খাবারের মেনুতে ছিল মাছ, মুরগীর মাংস ও দই। খাওয়া-দাওয়ার পর থেকেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে বর ও কনে পক্ষের লোকজন সুনামগঞ্জ সদর হাসপাতালে ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে থাকে।

এসংক্রান্ত সমস্যা নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন মোট ৫৬ জন। তবে কী কারণে এ ধরনের সমস্যা হল এবং খাবারে বিষাক্ত কিছু ছিল কিনা আক্রান্তদের কেউ তা বলতে পারেনি।

এদিকে একই ঘটনায় বর পক্ষের প্রায় ৪০ জন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তার মধ্যে ৮ জনের অবস্থার অবনতি হলে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন:
বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চিকিৎসাধীন ৩২ জন
শিশু বাচ্চা গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা

একই ঘটনায় শুক্রবার রাত ৭টা পর্যন্ত ৭ জন সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ রফিকুল ইসলাম বলেন, খাবার হজম না হওয়ায় এবং ফুড পয়েজনিং থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে।

আমরা সার্বক্ষণিক হাসপাতালে আছি। কারো অবস্থার অবনতি দেখলেই তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। বিকালে দুই জনকে সিলেট পাঠানো হয়েছে।

এদিকে, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ সন্ধ্যা সাড়ে ৬ টায় ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে আকষ্মিক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তিকৃত রোগিদের পরিদর্শন করেন।

এ সময়ে নেজারত ডেপুটি কালেক্টর আসিফ আল জিনাত, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ রফিকুল ইসলাম, ডিউটি অফিসার ডাঃ সালাহ উদ্দিনসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বর ১৩, ২০১৯ at ২২:৫৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জেএ/কেএ